 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। ১৭ থেকে ১৮ অক্টোবর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হল আবু সাঈদ সবুজসহ থানার মূলতবী পরোয়ানা জি/আর-৫১/১৮ এর পলাতক আসামী দুলাল পিতাঃ ভোলা, টুনটুল পিতাঃ সোবহান, উভয় সাং নয়া বাজার শুরকী মহল্লা, এন.জি/আর-২৪/২০ এর পলাতক আসামী নুরুল ইসলাম, পিতাঃ নমির উদ্দিন, সাং- কামার পুকুর রিফুজি কলোনী, এন.জি/আর-২১/১৮ এর পলাতক আসামী আঃ কাদের পিতাঃ মৃত সাদেক, সাং-অফিসার্স কলোনী, এস/সি-৫১/১৮ এর পলাতক আসামী মনিরুজ্জামান রোকন পিতাঃ মোঃ ইমতিয়াজ আলী, সাং- নতুন বাবু পাড়া, পুলিশ লাইন রোড, সি/আর- এর পলাতক আসামী মোঃ রবিউল ইসলাম পিতাঃ নেচু মামুদ, সাং- কামার পুকুর সর্ব থানাঃ সৈয়দপুর, নীলফামারীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উক্ত অভিযানে সৈয়দপুর থানার এসআই সাহিদুর রহমান, এসআই ইন্দ্র মোহন, এসআই খালেদ ফিরোজ নয়ন, এসআই লক্ষী নারায়ন, এএসআই পলাশ, এএসআই নুর আমিন সহ সঙ্গীয় ফোর্সগন অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
ভিন্নবার্তা/এসআর