 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নীলফামারীর সৈয়দপুরে দূর্বত্তদের ছুরিআঘাতে নিহত আলমগীরের ও মেধাবী ছাএ সৈকতের মায়ের হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।
আজ রবিবার ১৮ অক্টোবর দুপুরে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সৈয়দপুর পৌরসভার উদ্যোগে সম্প্রতি ঘটে যাওয়া, হাতিখানা মহুয়াগাছ এলাকার দুর্বত্তদের ছুরিকাঘাতে আলমগীর নামের এক যুবক নিহত হয়। নিহত আলমগীরের মায়ের হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। অপরদিকে একই সময় ওই এলাকার মেধাবী ছাএ সৈকতের মায়ের হাতেও সেলাই মেশিন তুলে দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা রাণী সরকার, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হাবলু প্রমুখ।
এদিকে মেয়র আমজাদ হোসেন সরকার দিন রাত জনসেবায় ব্যস্ত দিন কাটাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি জনসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এর মধ্যেই তিনি সৈয়দপুর পৌর সভাকে পরিছন্ন পৌরসভা হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি আধুনিক পৌরসভা গড়তে সকল পেশা শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ভিন্নবার্তা/এসআর