 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নদী থেকে ভাসমান অবস্থায় ৪২ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে জামির্তা ইউনিয়নের মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস এলাকার ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টার দিকে ধলেশ্বরী নদীর মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস এলাকায় ভাসমান অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীরা। ৪ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একটি সেন্টু গেঞ্জি ছাড়া কোনো কাপর ছিলনা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এখনো লাশের নাম পরিচয় মিলেনি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন