
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা-ভাঙচুর, বাসে আগুন ও সম্প্রতি সংঘটিত ককটেল বিস্ফোরণের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিংগাইর পৌর ও সিংগাইর সদর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোরের শীত উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতারা অভিযোগ করেন যে, সাম্প্রতিক সময়ে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ধরনের সহিংস তৎপরতা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা বলেও তারা উল্লেখ করেন।
বিক্ষোভ মিছিলটি সিংগাইর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নৈরাজ্য বন্ধ করো’, ‘শান্তি-শৃঙ্খলার রাজনীতি প্রতিষ্ঠা করো’—এমন বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নেতারা সব সময় সতর্কভাবে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিংগাইর পৌর সভাপতি আরিফুর রহমান। তিনি বলেন, জনগণ জেগে উঠলে কোনো নৈরাজ্যই তাদের দমিয়ে রাখতে পারে না। স্বৈরাচারীর দল আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাদের প্রতিহত করা হবে। তাদের কঠিন জবাব দেয়া হবে। দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ে অটল থাকবেন।
এসময় তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সদর সেক্রেটারি রুবিউল ইসলাম রুবেলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ছিল। সাধারণ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা নৈরাজ্য, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে আগ্রহী।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা-ভাঙচুর, বাসে আগুন ও সম্প্রতি সংঘটিত ককটেল বিস্ফোরণের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিংগাইর পৌর ও সিংগাইর সদর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোরের শীত উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতারা অভিযোগ করেন যে, সাম্প্রতিক সময়ে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ধরনের সহিংস তৎপরতা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা বলেও তারা উল্লেখ করেন।
বিক্ষোভ মিছিলটি সিংগাইর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নৈরাজ্য বন্ধ করো’, ‘শান্তি-শৃঙ্খলার রাজনীতি প্রতিষ্ঠা করো’—এমন বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নেতারা সব সময় সতর্কভাবে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিংগাইর পৌর সভাপতি আরিফুর রহমান। তিনি বলেন, জনগণ জেগে উঠলে কোনো নৈরাজ্যই তাদের দমিয়ে রাখতে পারে না। স্বৈরাচারীর দল আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাদের প্রতিহত করা হবে। তাদের কঠিন জবাব দেয়া হবে। দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ে অটল থাকবেন।
এসময় তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সদর সেক্রেটারি রুবিউল ইসলাম রুবেলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ছিল। সাধারণ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা নৈরাজ্য, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে আগ্রহী।