1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাদা কাপড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ৪:৫৭ pm

খালিদ বিন আকরাম

রাখবে নাকি লাল ফিতা
ঝুমকা নুপুর দুল
আরো আছে কাঁকড়া চুলের
নীল রঙের ফুল।
ও’ভাই শোনো আছে কোনো
হলুদ রাঙা চুড়ি
লাগবে আরো কুঁচির জামা
পড়বে দাদু বুড়ি।
সবই আছে আমার কাছে
আছে পুতুল জোরা
ঝুলির ভিতর লুকিয়ে আছে
সাদা বরন ঘোড়া।
লাগবে আমার নোলক ভালো
একটা কোমর বিছা
নাহয় আমি কাঁদব অনেক
হবে জীবন মিছা।
তোমার কাছে টাকা আছে?
ছোট্ট খুকি হায়!
কড়ি ছাড়া কেমনে তুমি
পড়বে নুপুর পায়ে।
আছে আছে! ও’ভাই আছে
অনেক গুলো টাকা
আরো আছে মাটির থলে
দিব জোরে ঝাকা।
তাইলে তুমি নিচে নামো
কিনতে হরেক মাল
রক্ত রাঙা আলতা আছে
করবে রঙিন গাল।
দরজা আমার আটকা আছে
ঝুলছে তালা হেথা
আমি শুধু বলতে পারি
তোমার সাথে কথা।
কোথা তোমার আব্বু আম্মু
কে আছে আর ঘরে?
কেনই বা তোমার চোখে
অশ্রু বেয়ে পরে?
সকাল হলে তারা দুজন
আমায় রেখে যায়
তারা নাকি চাকরি করে
অনেক টাকা পায়।
কষ্ট পেলাম ছোট্ট মনি
দুখ তোমার দেখে
দূর থেকেই সুবাস দিলাম
নিও তুমি মেখে।
আজ নাহয় যাওরে তুমি
কদিন পরে এলে
আমায় তুমি কাপড় দিও
সাদা কাপড় পেলে।
ও’মন কথা কয় ‘না সোনা
অলক্ষণের মুখে
দোয়া করি বেঁচে থাকো
জীবন ভরে সুখে।
আর কতদিন থাকবো এমন
যেমন আছি আজ
হৃদয় আমার সাজতে চাহে
মরা লাশের সাজ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ