1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিকদের টুইটার স্থগিত করায় নিষেধাজ্ঞার হুমকি দিল ইইউ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:১৮ pm

ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের কারণে স্বনামধন্য কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তাদের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা রয়েছেন।

বৃহস্পতিবার ইলন মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এ পদক্ষেপ গ্রহণ করেন।

সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে মাস্ক বলেন, ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারটা সাংবাদিকদের জন্যও প্রযোজ্য।

এর আগে বুধবার মাস্কের ব্যক্তিগত জেট বিমান ট্র্যাক করে এমন একটি প্রফাইল বন্ধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার এক টুইটে মাস্ক বলেছেন, ‘দিনভর আমার সমালোচনা ঠিক আছে, কিন্তু আমার চলাফেরার রিয়াল টাইম তথ্য প্রকাশ করে আমার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়াকে মানতে পারি না। ’

অ্যাকাউন্টগুলো স্থগিত করাকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমসের একজন মুখপাত্র।

সিএনএন টুইটারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুইটারের জবাব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে তা ঠিক করা হবে।

এদিকে জার্মান পররাষ্ট্র দপ্তর শুক্রবার সাংবাদিকদের স্থগিত করা অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশট টুইট করেছে এবং এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ইলন মাস্ককে সতর্ক করে জানিয়েছে, ‘উদ্বেগজনক’ এই স্থগিতাদেশের পর একটি নতুন মিডিয়া আইনের অধীনে টুইটার নিষেধাজ্ঞার শিকার হতে পারে।

সূত্র : ডয়চে ভেলে

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




মাসিক আর্কাইভ