
সরবরাহ বেড়ে রাজধানীর বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে শুল্কহ্রাস ও সরকারি আমদানির প্রভাবে চালের দামেও কিছুটা স্বস্তি এসেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁও কাঁচাবাজার, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, নতুন ধান উঠলেও টানা দুই মাস ধরে চালের বাজার চড়া ছিল। তবে সরকারের উদ্যোগে আমদানি ও শুল্ক কমানোর ফলে এখন দাম কিছুটা কমেছে।
খুচরা বাজারে সরু বা মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭২ থেকে ৮০ টাকায়, মাঝারি বা বিআর-২৮ ও পায়জাম জাতের চাল ৫৮ থেকে ৬৬ টাকায়। মোটা জাতের চাল যেমন গুটি স্বর্ণা ও চায়না ইরির দাম ৫২ থেকে ৫৫ টাকা, আর ভারতীয় চাল ৫০ থেকে ৫৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
আগে যেখানে আমদানিতে ৬৩.২৫ শতাংশ শুল্ক-কর ছিল, বর্তমানে বেশির ভাগ চাল আমদানিতে মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর রয়েছে।
পরিকল্পনা কমিশনের অক্টোবরের আপডেট ও আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ত্বরিত পদক্ষেপের কারণে চালের দাম কমতে শুরু করেছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় মোটা ও সরু চালের দাম এখনো প্রায় ১৫ শতাংশ বেশি।
সরকার বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫০ হাজার টন চাল এবং যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দিয়েছে। নভেম্বরের মধ্যে আরও ৪ লাখ টন খাদ্যশস্য আমদানির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক দরপত্রের মেয়াদ ২৭ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে, যাতে দ্রুত আমদানি সম্পন্ন হয়।
আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এসব পদক্ষেপের ফলে আগামী দিনগুলোতে চালের দাম আরও স্থিতিশীল থাকবে।
কারওয়ান বাজারের জনতা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সৌরভ হোসেন বলেন, “ভারত থেকে আমদানির কারণে চালের সরবরাহ বেড়েছে। এর প্রভাবে খুচরা দামে কিছুটা স্বস্তি এসেছে।”
সবজির বাজারেও স্বস্তি দেখা যাচ্ছে। গত সপ্তাহে বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ছিল, কিছু সবজি ১০০ টাকারও ওপরে বিক্রি হয়েছিল। এখন কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে।
বর্তমান দামে কাঁকরোল ৮০–৯০, ঢ্যাঁড়শ ৬০, পটোল ৬০–৭০, উচ্ছে ৮০–১০০, ঝিঙে ৬০–৭০, মুলা ৪০–৪৫, ধুন্দল ৬০, কাঁচা পেঁপে ৩০–৩৫, বরবটি ১০০–১১০, লম্বা বেগুন ৮০–১০০, টমেটো ১০০–১১০ এবং শসা ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম এখনও ১৪০–১৭০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
আগারগাঁওয়ের সবজি ব্যবসায়ী সাইফুল মিয়া বলেন, “এখন বৃষ্টি নেই, ফলে মাঠ থেকে সবজি বেশি আসছে। সরবরাহ বাড়ায় দামও কমছে।”
অন্যদিকে, দেশি মসুর ডাল আগের মতোই ১৫০–১৫৫ টাকা এবং আমদানি মসুর ৯৫–১০৫ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি, ডিম ও মাছের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।