মাহবুব আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের ডাকে আগামীকাল (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিতে লালমোহন থেকে দুই শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ঢাকার পথে রওনা হয়েছেন।
জোটের নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, নাজিরপুর ঘাট থেকে লঞ্চযোগে রওনা হয়েছেন শিক্ষকরা। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষকরা রাজপথেই এর সমাধান আদায় করবেন।
তিনি আরও জানান, সরকারের শুভবুদ্ধির উদয় না হলে জোটের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, যা বাস্তবায়নে শিক্ষকরা জীবন বাজি রেখে কাজ করবেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট একই দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছিলেন। সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া পারসেন্ট আকারে বৃদ্ধির আশ্বাসে দুই মাসের জন্য তা স্থগিত করা হয়। তবে সম্প্রতি মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।
তাদের দাবি—আগামীকালকের লাগাতার অবস্থান কর্মসূচিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে ন্যায্য অধিকার আদায়ে ঢাকার রাজপথ প্রকম্পিত করবেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051