
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (১৭ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ৯টা ৩০ মিনিট : লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় ‘দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শিরোনামে পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা : শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 2nd Women’s Kabaddi World Cup 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
• বেলা ১১টা : ‘বাংলাদেশে ভবিষ্যত শিক্ষা রূপান্তর-একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন সাদা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন হলে আলোচনা সভা হবে।