
সূর্য ঢাকে কালো মেঘে
দেহমনে শিহরণ জাগে;
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
নাচন লাগে মনের বাগে।
বন্ধুরা দলবেঁধে মাঠে নামে
দাপাদাপি শুরু চোখের নিমিষে;
কাদা মাটিতে আনন্দ মাতে
ক্লান্তি কেটে যায় অবশেষে।
নি:শব্দে চুপিসারে ঘরে ফিরে
কপালে জোটে বাবার বকা;
ভুলে যাই সব মায়ের স্নেহে
ক্লান্তি নেই যদিও তিনি একা।
বৃষ্টি পড়ে ধুলোবালি মরে
গাছের পাতা সজীবতায় হাসে;
মন চায় থাকি গানে আর আড্ডায়
ক্লাশের পড়া বাদে কবিতার পাশে।
এমন দিনে রোমান্টিকতা বাড়ে
বাইরে বৃষ্টি ভেতরে ভেজা মনে;
উঁকি দেয় ভাবনা মনের অগচরে
পেতাম যদি তাকে প্রতিক্ষণে।
ছোটবেলার বৃষ্টি অনেক স্মৃতি
আজও বৃষ্টি ঝরে, নেই আমি;
বৃষ্টি তোকে অনেক ভালোবাসি
আমার কাছে তুই অনেক দামি।।
ভিন্নবার্তা ডটকম/এন