
আনন্দের নেইকো শেষ
বাঙালীদের বাড়ি,
বারো মাসই উৎসবে যে
পরে নতুন শাড়ি।
একটি যেতে না যেতে হয়
প্রস্তুতি যে শুরু,
অনেকে বলে বাঙালী মানে
উৎসবের গুরু।
অভাব থাকে থাকুক নেই
আনন্দের শেষ,
সুখে দুঃখে বাঙালীদের
সময় কাটে বেশ।
হেমন্ত যে শ্রেষ্ঠ ঋতু
সব ঋতুর সেরা,
খুশিতে মাতে সব বাঙালী
সুখে হৃদয় ঘেরা।
এই ঋতুতে নবান্ন যে
গোলা ভর্তি ধানে,
ভরে উঠবে সবার মন
পিঠে পুলির ঘ্রাণে।
নতুন ধানে তৈরি পিঠে
পায়েস আরো পুলি,
কৃষক ধান বিক্রি করে
অর্থে ভরে ঝুলি।
ভিন্নবার্তা ডটকম/এন