
ভয়ঙ্কর হয়ে উঠছিল বাটলার-সল্ট জুটি। বাংলাদেশের ক্যাচ মিসের আক্ষেপের দিনে ব্যাট হাতে সাগরিকা পাড়ে রীতিমতো ঝড় তোলার আভাস দিচ্ছিলেন তারা। তবে নাসুমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হলো ফিল সল্টকে। দলীয় ৮০ রানের মাথায় ভাঙল সফরকারীদের উদ্বোধনী জুটি।
নাসুমের দেখানো পথে হাঁটলেন সাকিবও। ম্যাচের শুরুতে সহজ ক্যাচ হাতছাড়া করার পর ইংলিশ মারকুটে ব্যাটার ডেভিড মালানকে সহজ শিকারে পরিণত করলেন। এ যেন শাপমোচন টাইগার অধিনায়কের।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৯ রান।
ভিন্নবার্তা ডটকম/এন