1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে অভিজিৎ কন্যার আক্ষেপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১ ৮:৫৭ pm

বাংলাদেশি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের সৎমেয়ে তৃষা আহমেদ। পাবলিক সার্ভিসের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়া গণমাধ্যম দ্য বাল্টিমোর সানে লেখা একটি কলামে বাবার হত্যাকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন হাওয়ার্ড সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এই রিপোর্টার।

আমেরিকায় বেড়ে ওঠা তৃষা যখন ষষ্ঠ গ্রেডের ছাত্রী, তখন অভিজিৎ রায়ের সঙ্গে তার মায়ের সম্পর্ক তৈরি হয়।

বাবার সঙ্গে যদি কথা বলতে পারতেন, তাহলে তাকে কী বলতেন-এমন একটি লেখায় তৃষা বলেন, ‘তোমাকে আক্রমণের পর মানুষ ছবি তুলেছিল। একটি ছবিতে দেখা গেছে, রক্তে রঞ্জিত ফুটপাতের ওপর পড়ে আছে তোমার চশমা এবং মস্তিষ্কের অংশ। কয়েক মাস আমি এই ছবির কথা ভেবেছি।’

‘তোমার হত্যামামলার রায়ের পরেও আমি মাটিতে পড়ে থাকা সেই চশমার কথা ভুলতে পারছি না। ‘

সাংবাদিকদের প্রসঙ্গ তুলে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এই স্নাতক লিখেছেন, ‘‘সাংবাদিকদের নিয়ে যুক্তরাষ্ট্র এখন ভাবে বলে মনে হয় না। বাংলাদেশও ভাবে না। কিন্তু তুমি থাকলে বলতে, ‘সাংবাদিক? তারা বিজ্ঞানীদের থেকেও ভালো।’’’

তৃষা মনে করেন, তার বাবাকে হত্যার দায়ে যে কজনের সাজা হয়েছে, তারা ছাড়াও অনেকে আড়ালে থেকে গেছেন। এই হামলার মাস্টারমাইন্ড কারা তা তিনি জানতে চান।

‘আমি ভেবেছিলাম, বাংলাদেশি তদন্তকারীরা উত্তর দিতে না পারলেও সাংবাদিকেরা পারবেন। দুর্ভাগ্যজনকভাবে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও সাংবাদিকদের জেলে ভরছে-মত প্রকাশের জন্য।’

এই প্রসঙ্গে তিনি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের কথা টেনে আনেন, ‘কাজলের সৌভাগ্য তার একটা ছেলে আছে, যার কারণে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে সক্ষম হয়।’

তৃষা লিখেছেন, তিনি এবং কাজলের ছেলেদের মতো মানুষ যত দিন আছেন, পৃথিবী তত দিন অভিজিতের ‘যুক্তির আদর্শ, এবং শান্তি-সমতার সমাধান’ দিতে বাধ্য হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




মাসিক আর্কাইভ