1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পারমাণবিক অস্ত্র মোতায়েনে বেলারুশ-রাশিয়ার চুক্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৩:০৬ pm

প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৫ মে) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে অস্ত্র মোতায়েনের চুক্তি স্বাক্ষর করেছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই রাভকভ।

এ বছরের শুরুতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর অংশ হিসেবে দুই দেশ আনুষ্ঠানিক চুক্তি করল।

এর আগে ২০২২ সালের শুরুতে বেলারুশের মাটিতে জড়ো হয়েছিল রাশিয়ার ৩০ হাজার সেনা। রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত পেরিয়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনের ঢুকে পড়েছিল রুশ সেনারা। তবে কিয়েভ দখলে ব্যর্থ হয় তারা।

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতেই।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ ব্যাপারে বলেছেন, ‘বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ তাদের কাছে যাবে না, এগুলো ব্যবহারের সিদ্ধান্ত মস্কোর কাছেই থাকবে।’

রুশ বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অনুরোধের প্রেক্ষিতে গত ২৫ মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেন। যেমনটা যুক্তরাষ্ট্র অনেক আগেই মিত্র দেশগুলোতে মোতায়েন করছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।

টাস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে বেলারুশে নিয়ে যাওয়া হয়েছে, এই অস্ত্র বহনে সক্ষম করতে বেলারুশের যুদ্ধবিমানে সংস্কারকার্য চালানো হয়েছে। এছাড়া এগুলো পরিচালনার জন্য বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




মাসিক আর্কাইভ