 
																
								
                                    
									
                                 
							
							 
                    
কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশ থেকে একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে ৬ বছরের কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য শিশুটির নাম সানজিদা খাতুন। সে ওই এলাকার সোহাগ হোসেনের মেয়ে। দুপুরে নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। পরে সন্ধ্যার পর তার লাশ মেলে একটি পরিত্যক্ত টয়লেটের মেঝেতে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সানজিদা দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিকেলে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করেন বাবা সোহাগ হোসেন। এরপরও তার হদিস না পাওয়ায় খোঁজ চলতে থাকে। সন্ধ্যার পর এলাকার কয়েক বাসিন্দা কাচারি মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার লাশ চিহ্নিহ্নত করে। সানজিদর লাশ শোয়ানো অবস্থায় মেঝেতে ছিল। তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। মাথায় ও শরীরে আঘাতের চিহ্নহ্ন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ