 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০৩ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১১ জনকে আর্থদণ্ড করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এক যৌথ অভিযানে এসব মা ইলিশ শিকারি অসাধু জেলেদের আটক করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, রবিবার ভোর রাতের অভিযানে ১০৩ জন আসাধু জেলেকে পদ্মায় মা ইলিশ শিকার করার অপরাধে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১১ জনকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আটক কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান ও বিকাশ বর্মন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাম. মৎস্য সম্প্রসারণ কর্মকতা মো. আবু বকর সিদ্দিক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ