
নেত্রকোনায় নির্বাচন উপলক্ষে গ্রাম কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার সদর উপজেলার ৩ নং ঠাকুরাকোনা ইউনিয়ের ৬নং ওয়ার্ডের গ্রাম কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে বাইশধার প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সদর ও বারহাট্রা আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সংগ্রামের
সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চানলায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,বিএনপি নেতা বজলুর রহমান পাঠান,মারুফ আহমেদ, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম,মনিরুজ্জামান দুদু,জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীসহ জেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।