নেত্রকোনা জেলা সদর ও বারহাট্রা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান নুরু, মারুফ আহমেদ, শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, মেহেরুল আলম রাজু, বারহাট্রা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেলসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মী।
জেলা সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপে ও বারহাট্রা উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মন্ডপ পরিদর্শনের সময় জেলার নেতৃবৃন্দ আর্থিক অনুদান তুলে দেন মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে।
এবছর নেত্রকোনা জেলার ১০ উপজেলা এবং ৫ টি পৌরসভায় ৫১৪ টি পুজা অনুষ্টিত হচ্ছে।