
নেত্রকোনা প্রতিনিধিঃ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে চলমান নির্বাচনী জনসভা ও র্যালির অংশ হিসেবে নেত্রকোনায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডে ঋষিপাড়া মাঠে মঙ্গলবার বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন,জাকের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিনিয়র যুব ভক্ত ফ্রন্ট বিপ্লব বনিক। বিশেষ অতিথি ছিলেন মানিক সরকার, সভাপতি, জাকের পার্টি নেত্রকোনা জেলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাকের পার্টির আদর্শই পারে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে।
নেত্রকোনা যুব ভক্ত ফ্রন্ট ৫ নং ওয়ার্ড, নেত্রকোনা পৌরসভা ও জাকের পার্টির সহযোগী সংগঠনসমূহের আয়োজনে র্যালি ও জনসভায় স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।