
হৃদয়ের কথা বলি কেমনে
রয়েছে অনেক কথা জনে মনে।
আজি কুয়াশা ভরা রোদ্দুরে,
প্রভাতের আলো ঝলমলে রূপে গিয়েছে ভরে।
কতো চোখের জল রইলে নয়নে।
দেখি দূর হতে তোমাকে,
কুয়াশা কাটে না কোথাও ফাঁকে ফাঁকে।
কেমন করে না জানি,
ভুলে গিয়েছি আঁধার রাতে,
এলে তুমি হেসে হেসে শীতের প্রভাতে।
ফিরিয়ে গিয়েছি গভীর আঁধারে,
পথহারা পথিক আমি দেখি বারেবারে।
নয়ন জলে ভরে ভরে,
ফিরিয়ে দেই তোমার করে।
হৃদয়ে ব্যথা লাগে প্রণয় হারিয়ে আগে,
অবগাহন করি তোমার অনুরাগে।
আজি কুয়াশা রোদ্দুরে সোনালি প্রভাত বেলায় দূরে,
গাইছে গান পিকগুলো খুলে প্রাণ নূতন সুরে।
কেমন করে রেখেছে চৌদিকে শোভামানে,
চারদিকে নতুন আলোয় জেগে উঠলে প্রাণে।
হৃদয়ের আবেগে হৃদয়ের কথা বলি,
হৃদয়ের গভীরে আনন্দ বয়ে বয়ে যায় চলি।
সবাই জানি কেমনে,
আজি প্রভাতে জাগলে সুখ মনে।
চারদিকে জেগে উঠলে নূতন আবেশে প্রাণ,
বিহঙ্গ ধরলে এলোমেলো সুখের গান।
নূতন সংগীতে, নূতন সুরে,
আসছে মধুর বরণে সংগীত বাজে অনেক দূরে।
যতো আছে সুর যতো আছে দূর
ডাকবো নিকটে সুখে সব,
এখনি প্রভাত বেলা না করি অবহেলা
করি ভরে নূতন উৎসব।
যতো আছে ভালোবাসা যতো আছে সব আশা
ঢেলে দিবো আজি প্রাণ,
কেমনে রাখবো তারে ফিরে দেখি বারেবারে
মন ভাঙছে করে আনচান।
হৃদয়ের সব বাসনা জগতের সাধ সাধনা
কেমনে হৃদয়ে রাখতে পারি,
আমি দেখতে চাই ফেলে ফেলে যা পাই
সারা প্রাণ ভরে সারাক্ষণ ধরি।
আজি প্রভাত বেলায় উত্তুরি হাওয়ায় গিয়েছে ভরে প্রাণ,
প্রাণের নব স্পন্দনে অন্তহীন আশা মনে গাহি নব গান।
ভিন্নবার্তা ডটকম/এন