 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ওমর ফারুক। শনিবার (১৭ অক্টোবর) জেলা সদরের সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।
সদর থানা ওসি (তদন্ত) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পরিবারের সদস্যদের অগোচরে সকালে বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু ওমর ফারুক। এক পর্যায়ে সে পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে, পরিবারের সদস্যরা পুকুরে পানিতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নীলফামারী সদর থানা ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। শিশুটির পরিবারে পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এসআর