
ফুটেছে গাছে গোলাপ
তার সাথে নিশি রাতে
করছি আলাপ।
প্রাণখোলা মন নিয়ে বললাম
গোলাপ থাকিস পাশে মোর,
তোকে দেখে দেখে যেন
হয়ে যায় ভোর।
একাকী এ জীবন ভালো লাগে না,
জোনাকিরা আলো জ্বেলে
কাছে আসে না।
এম্বুলেন্সের হুইসিল বাঁজে
থেকে থেকে দূরে,
করোনা ভাইরাস নাম পাল্টিয়ে
বার-বার আসে ঘুরে!
তাই আতঙ্কিত মন থাকে সারাক্ষণ,
থেকে থেকে মাথাটা ও করে ভনভন।
এই শহরে স্বার্থ ছাড়া কেউ
হয়না আপনজন।
গোলাপ তুই সুবাস ছড়িয়ে থাকিস পাশে
তোকে দেখে হঠাৎ যদি
ভোমর আসে।
ভোমর এলে দু’জন মিলে ধরবো গান,
পৌষের রাতে তীব্র শীতে
তুষারের ফাঁকে ফাঁকে খুঁজবো আকাশের চাঁন।
ভিন্নবার্তা ডটকম/এন