রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের (৩৩) মৃত্যুর ঘটনাকে ‘রহস্যজনক’ উল্লেখ্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার আসক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তরুণ এই আইনজীবির এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মৃত্যুকে কেন্দ্র করে যে অভিযোগসমূহ উঠছে তা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানাচ্ছে আসক।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর শ্বশুড়বাড়ির ভবনের ৯ তলা থেকে পড়ে যান ব্যারিস্টার ইমতিয়াজ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন দাবি জানিয়েছে মৃত জিসাদের শ্বশুরবাড়ির সদস্যরা। এদিকে জিসাদকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051