
স্থান -জেদ্দা, সৌদি আরব।
সোজা রাস্তায় না গিয়ে
চলিওনা আঁকে বাঁকে,
নিজ খুশিতে নষ্ট করো না চরিত্র
দুঃখ এনোনা ডেকে।
নিজের দোষে দুষি হইয়া
দোষ দিওনা অন্যকে,
ভেবে চিন্তে করিও কাজ
স্মরণ করিও আল্লাহকে।
নিজের জীবন নষ্ট করে
নিজকে নিজে দিওনা ফাঁকি,
কাহারো আমানত করো না খেয়ানত
ব্যথা দিওনা জল ঝরাতে আঁখি।
ভালো চলিও ভালো চলতে আদেশ দিও
আছে যত সখা সখি,
খারাপ পথে পা দিওনা
পাপের সাথে করোনা মাখা মাখি।
জীবনের সময় টুকু কাটাইও
সৎ সত্য ন্যায়ের পথে,
দ্বীন ইসলামের পথে চলিও
কোরআন হাদিস মতে।
ভিন্নবার্তা ডটকম/এন