
রোহান খান জয়
ধোঁয়াশা সব কুয়াশা ঢাকা মানব বসতি
কারো মনে নাই ছিঁটেফোঁটা আলো,
ভালো নাই কারো বিবেকের ভাজে
সব কেমন ছন্নছাড়া হেলায় ঠেলে দিন
ধীরে ধীরে হারায় আন্ধার গহীন।
কাজ আর কাজ কত তারা পরিশ্রমী!
জীবনের জন্য সঞ্চয় নাই
লোকাসানে কাটে দিন,
সোনালী সময় হেলায় হারায়
জীবন ধূসর কালো জংধরা লোহার মতো
মুখ গুলো কত মলিন।
মনুষ্যত্ব হারিয়ে বৃথা যায় খেটে
চিন্তা চেতনা হয়নি বড়
কারো চুল পাকা,কেউ শয্যাগত
কেউ দেয়ালে অকালে ফটোগ্রাফ
কারো ভাঙে না চির জাগ্রত ঘুম
লোকসানে সবাই সেরা কেউ নয় কারো মত।
ভুলে গেছে তারা জীবনের মানে
বিপথে খাটছে কেবল খাচ্ছে ধোঁকা
কেউ অবশ রোগীর মতো অনুভূতিহীন
কারো বিবেকের দরজা করে না কাজ
কেউ ঠকবাজ অর্থলোভে
কেউ ফাঁকিবাজ আসল কাজে
এ কেমন মানুষ তারা?
ভুলে গেছে তারা যেতে হবে ফিরে।
নিভে যাবে চোখের আলো
নিশ্বাস নাকে যাওয়া আসা করবে না আর,
কান শুনবে না কোন শব্দ
ঠোঁট বলবে না কথা
পা হাঁটবে না পথ
চলন্ত শরীর স্থির হবে
থাকবে পড়ে গাছের ঝরে পড়া পাতার মতো।
ভিন্নবার্তা/এমএসআই