1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

নতুন বৃহত্তর প্ল্যাটফর্ম গঠনে ৯ দলের উদ্যোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১২:২৯ pm

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে বৈঠকে বসেছে ৯টি রাজনৈতিক দল। এই বৈঠকে অংশ নিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ছয়টি দল, সাথে আরও তিনটি দল—আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবং গণঅধিকার পরিষদ।

উত্তরার একটি বাসায়, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রবের আমন্ত্রণে বৃহস্পতিবার রাতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে করণীয়, প্রার্থী সমন্বয়, আসন ভাগাভাগি এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে মতবিনিময় করে।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি, জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, এনসিপি’র আখতার হোসেন ও আরিফুল ইসলাম আদিব, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, রাশেদ খান ও হাসান আল মামুন বৈঠকে অংশ নেন।

বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও আসন বণ্টন ও নির্বাচন নিয়ে সম্ভাব্য কৌশল আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির সঙ্গে ৩১ দফার ভিত্তিতে তারা যে যৌথ আন্দোলনে ছিল, তার ধারাবাহিকতায় এখনও তারা বিএনপির সঙ্গে অবস্থান করছে। ফলে বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু গণমাধ্যমকে জানান, নয়টি দলের প্রতিনিধিদের আলোচনায় জাতীয় ঐকমত্য গঠনের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। তবে এটি চূড়ান্ত রূপ পাবে আরও কিছু বৈঠকের পর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ ১৩৮টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। এর আগে ২৭ সেপ্টেম্বর নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জোটগতভাবে তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত হয়। ৬টি শরিক দল প্রাথমিকভাবে প্রার্থীদের তালিকা তৈরি করে, যা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করা হয়। ধাপে ধাপে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ