
ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে রাজধানীর শাহবাগ ও খিলগাঁও এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার রাতে র্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার এএসপি ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, শাহবাগ এলাকা থেকে- মো. আলী (৩৫), মো. মরন (৩১), রাসু হোসাইন (২৫), খিলগাঁও এলাকা থেকে- মো. রুবেল ওরফে বনসাই রুবেল (২২), মো. রিমন (২২), মো. শাহীন (১৮)।
ফারজানা হক জানান, ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এ প্রেক্ষিতে রোববার র্যাব-৩ এর পৃথক অভিযানে শাহবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হাত ঘড়ি ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও জানান, শাহবাগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরা হয়। এছাড়া খিলগাঁও এলাকা থেকে আরও তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।