
রতন কুমার রায়,(নীলফামারী:নীলফামারীর ডোমাররে ফাবিহা মটরস্ এ নতুন আঙ্গিকে হোন্ডা কোম্পানীর শাইন ১০০ সিসি’র মোটর সাইকেলের মোড়ক উম্মোচন করা হয়েছে।
রোববার(১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের উপকন্ঠে ডোমার বাসষ্ট্যান্ড সংলগ্ন ফাবিহা মটরস্ এ আয়োজন করা হয়।মোড়ক উম্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, সাবেক পৌর প্যানেল মেয়র সেলিম রেজা। ফাবিহা মটরস্ এর স্বত্ত্বাধিকারী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে হোন্ডা কোম্পানীর সেলস্ বিভাগের এরিয়া ইনচার্জ মো. তানজিল হোসেন,সার্ভিস বিভাগের এরিয়া ইনচার্জ আসিফুর রহমান,স্থানীয় সাংবাদিক ও হোন্ডার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।এসময় প্রজেক্টরের মাধ্যমে উল্লেখিত গাড়ীটির গুনগতমান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।
এরিয়া ইনচার্জ তানজিল হোসেন জানান,এই প্রথম কম বাজেটে হোন্ডা কোম্পানী বাজারে নিয়ে এসেছে শাইন-১০০সিসি’র মোটর সাইকেল।সিবিএস বেকিং,ইউএসপি ব্যবহার করা হয়েছে,যার কারনে বায়ু দুষণ কম হবে।