 
     দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে ১,১৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে ১,১৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
রোববার (২৬ অক্টোবর) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে বরিশাল বিভাগের দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
গত এক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষ রয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ভর্তি হয়েছেন ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকায় ২৮২ জন (এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন এবং দক্ষিণ সিটিতে ১৫৪ জন), খুলনায় ৬৫ জন, রাজশাহীতে ৫৬ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬৩ জন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051