পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিছু কিছু বড় কম্পানি ও উৎপাদনকারী রয়েছে, তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে পশুখাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। আমরা নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে, পশু খাদ্যের দাম কি করে কমানো যায় এবং পশু খাদ্য যেন নিরাপদ থাকে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ভারতীয় জেলেদের মাছ ধরে নিয়ে যাচ্ছে, এটা অন্যায়, আমরা দেশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে এদিন সকালে বিএলআরআইয়ের সম্মেলন কক্ষে (চতুর্থ তলা) এই কর্মশালার আয়োজন করা হয়।
এসময় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
অনুষ্ঠানে বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমসমূহ এবং আয়োজিত কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদের উৎপাদন ও সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হচ্ছে। পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিএলআরআই কাজ করে যাচ্ছে।
যা দেশের কৃষি ও খামারিদের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা।
দুই দিনের এই কর্মশালায় ছয়টি সেশনে সর্বমোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞ সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলমান বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালাটি শেষ হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051