
তুমি ফিরে এসো ওগো সখি,
কোনো কিছু মনে রাখবো না আমি,
তিন সত্যি-
দিলেম তোমারে কথা।
চুরমার করো,ভেঙেচুরে দাও আজই,
একবার ছেড়ে চলে গেলে কেহ
কক্ষনো আর-
ফিরে না আসার প্রথা।
আমার বাগিচা ফুটাবে আবারো গোলাপ,
শিউলি বকুল আবারও ঝরাবে ফুলঝুরি।
ভুল করে কেহ করিবেনা জিজ্ঞাসা,
করিবে না কেহ কিঞ্চিত অনুযোগ।
সুহাসিনী তুমি ফিরে এসো এই প্রাণে-
ফিরে এসো ওগো সখি,
দু’টিতে জুটিয়া আবার বাঁধিব জোড়-
যেমনটি করে জোড়া বেধে ঘোরে ঐ-
এক জোড়া চখা-চখি।
চারিদিকে শুধু তোমারে বরিতে রব,
আলোক ছড়াবে আতশবাজিরা-
বাজিবে সমানে দপ-
দেখিবে কেবলই তোমারই হে সখি-
পুনরাগম উৎসব।
ফিরে এসো সখি,ফিরে এসো বলি-
ফিরে এসো এই বার-
আমি তো নহি গো মগধ অধিপতি-
সে রাজা বিম্বিসার।
আমার নীতিতে কেবলই যে তুমি-
কেবল তোমারই ঠাঁই-
আমার মনের এ হাজিরা খাতায়-
আর কারো নাম নাই।
আজি তোমার এই আসা’টা যে শুধু-
তোমারই আসা তো নয়,
পৃথিবীর যত বিফল প্রেমের গাঁথার-
এ এক চিরকাংখিত জয়।
ভিন্নবার্তা ডটকম/এন