1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গোধূলি লগনে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১ ১০:১৭ pm

জি এম রুহুল আমিন

মনে পড়ে মিতা?

ডিঙ্গি নৌকায় ভেসে দুজন পদ্মফোটা ঝিলে
জলক্রীড়ায় পা ডুবিয়ে ঢেউ জাগাতাম জলে
নিঃশ্বাসের শব্দে মিশে বাতাসের সুর
কবিতার বাণীগুলো গান হয়ে যেতো
বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতাম
তোমার চোখের কালোয় সূর্যের সোনা রং
বর্ণালী এঁকে দিতো রঙিন আলোর বিচ্ছুরণে
হাত দুটিতে তোমার
লাল-নীল রেশমি চুড়ির রিনিঝিনি আওয়াজ
পাখ-পাখালির মধুর ডাকে মুগ্ধ চারিধার
তোমার নীল উত্তরীয়ের ছায়া ঝিলের জলে
রংধনু-রং স্বপ্নে দুলেছিলো
গোধূলির আবীর মেখে লাল শালুকের দল
যূথচারী পাখির ডানায় রং ছড়িয়ে দিলো
এলোকেশে উতলা বাতাস গন্ধে অভিভূত
তোমার ঠোঁটের কাঁপন
ঝিলের জলে জাগিয়ে তোলে সুখের শিহরণ
কণ্ঠে ঝরে সুরের আবেশ অস্থির ঝঙ্কারে
পলাতকা সূর্যটা সাঁঝের অলিন্দে রাখে পা
এবার বুঝি ফেরার সময় হলো
অরণ্য মুখরিত নীড়ে ফেরা পাখির কলতানে
পশ্চিমের আকাশে ওই জাগে সন্ধ্যাতারা
আলতা পরা পায়ে বাজলো নূপুর মৃদুস্বরে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




মাসিক আর্কাইভ