
কেন আমি লাজ করি চুপ করে থাকি,
অভিলাষ রাখি বেঁধে বুজে রাখি আঁখি।
মন তারে দিয়ে আজ তবু বাকহারা,
আজ আমি কি যে করি তাকে আমি ছাড়া।
আশা নিয়ে তবু আছি হবে ঠিক দেখা,
ভালোবাসি তারে আমি মনে আছে লেখা।
সব লাজ ঝেড়ে ফেলে বলে হবো ফাঁকা,
বলে দেব তুমি আছো মন মাঝে আঁকা।
যত দেখি লাগে ভালো আঁখি যায় থেমে,
অপরূপ সাজে তুমি দেখে উঠি ঘেমে।
চারিধার করে আলো হেলেদুলে যাও,
যেতে যেতে ঘুরেফিরে আগে পিছে চাও।
এসো পাশে ভালোবেসে থেকো না সুদূরে,
তুমি আমি একসাথে গাই গান সুরে।
তবু যদি চলে যাও বুকে দিয়ে কাঁটা,
হবো আমি হিয়া হারা পাবো বড় ব্যথা।
ভিন্নবার্তা ডটকম/এন