
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় উন্নত জাতের ঘাস চাষ কৌশল,সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপি কৃষি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে নেত্রকোনা সদর উপজেলার প্রান্তিক খামারীদের অংশগ্রহণে উপজেলা এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে বৃহস্পতিবার ২৫ জন প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফা পারভীন রিপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শহিদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদ আস সাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময়,প্রশিক্ষনার্থীদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে গুরুত্ব তুলে ধরেন এবং ২৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে ভাতা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।