
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিমের নির্দেশে আটপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শান্তু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুলহাস, সাবেক সাংগঠনিক সম্পাদক বালেপ মিয়া, সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমীর খসরু স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম খান চুন্নু, সাবেক শ্রমিকদল সভাপতি আলী হায়দার কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলহাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, “জনগণের কল্যাণে প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন, ন্যায় ও সমতার পথে এগিয়ে যাবে।”
অংশগ্রহণকারীরা আরও জানান, এই দাবিগুলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ, যা জনসমর্থন পেলে দেশব্যাপী আরও ব্যাপক আকারে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।