
আগাছায় যে মাঠ ভরেছে
ধান করছে শেষ,
সময় হলে এসব বেছে
ফলন করো বেশ।
গুণীজনের কথায় আমি
দেইনি কোনো কান,
আগাছা সব সবজি খেলো
সাথে ক্ষেতের ধান।
প্রতিটি ক্ষেতে দু’বার করে
আগাছা তুলে ফেলো,
ধান না পেয়ে কাঁদছি বসে
এবার সব গেলো।
পুড়া কপাল মাথায় হাত
বুকের মাঝে ক্ষত,
ঋণের বোঝা যাচ্ছে বেড়ে
সইবো আর কতো।
বৌ আমার কাঁদছে বসে
মাথায় দিয়ে হাত,
আগাছা খেলো জমির ধান
কোথায় পাবে ভাত।
আগাছা সব বাছতে হবে
সবাই রেখো মনে,
তাই না হলে কাঁদবে শেষে
কৃষক জনে জনে।
ভিন্নবার্তা ডটকম/এন