
আবার যদি অবমাননা হয় মানবতা
আন্দোলন হবে পুরো দেশে,
আওয়াজে আওয়াজে মুখর হবে
রাজপথ গ্রাম শহর নগর
ভেঙে ফেলা হবে সমাজের কালো হাত
ওদের বিলাসী মন বিনাশ করা হবে শেষে।
আবার যদি আইনের নামে
জনগণের রক্ত শোষণ করা হয়
পোস্টার লিফলেট ফ্যাস্টুনে ছেয়ে যাবে
সব দেওয়াল,
মিছিল হবে রাস্তায় রাস্তায়
অন্যায়ের টুঁটি চেপে ধরবে জনতা
বদলা নিতে হবে না বেখেয়াল।
আবার যদি নির্যাতন হয় খাদ্যে বাসস্থান মৌলিকতায়
হবে গৃহযুদ্ধ হবে ভাঙচুর
নামিয়ে ফেলা হবে স্বাধীন পতাকা
গুড়িয়ে দেওয়া হবে ভবন বন্ধ হবে কাজ,
আগুনে জ্বলবে সাড়াদেশ
জাগ্রত হবে জনতা
রুখে দাঁড়াবে নবীন প্রবীণ তরুণ সমাজ।
আবার যদি বিচারের নামে প্রহসন হয়
অপরাধী পেয়ে যায় ছাড়া,
আইন মানবে না সাধারণ জনগণ
দাঁড়াবে রুখে তুলবে আওয়াজ
ভাঙবে লোভের হাত
কেটে নিবে ওদের জিভ
হাতে হাত কাঁধে কাঁধে তৈরী করবে ত্রাস।
আবার যদি অপচেষ্টা হয় দেশ ধ্বংসের
যদি শিক্ষার নামে বাহানা চলে
যদি চিকিৎসার নামে মেরে ফেলা হয় মানুষ
যদি দেশ সেবার নামে চলে লুটপাট
যদি শান্তির নামে সমাজে অশান্তি ছড়ায়
আবার যুদ্ধ হবে বাহান্নর মতো একাত্তরের ন্যায়
জনগণ একতায় হবে বলীয়ান
দানব রাক্ষসের হাতে ছেড়ে দেবে না জন্মভূমির মাঠ।
আবার যদি জনগণের ভাগ্য নিয়ে খেলা হয় জুয়া
নিরব থাকে না কেউ,
গর্জে উঠবে ধর্ম বর্ণ জাতির সবাই
হানবে সিডর জলোচ্ছ্বাস ঘর্ণিঝড়
এদেশ কারো একার নয়
সাহসে একতায় আনবে সত্য বিজয়।
ভিন্নবার্তা ডটকম/এন