তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘন্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এজিয়ান সাগরের তীরবর্তী তুরস্ক ও গ্রিসে আঘাত হানা এ ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানিসহ সহস্রাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে আশ্চর্যজনকভাবে তুরস্কের ইজমির অঞ্চল থেকে উদ্ধারকর্মীরা এ মেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সমর্থ হল।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়,উদ্ধার হওয়া শিশুটির নাম আয়লা গেজগিন এবং তার বয়ষ ৪ বছর। উদ্ধারকর্মী নুসরাত আকসয় জানান, উদ্ধারের আগে তিনি ধ্বংসস্তূপের পাশ থেকে কান্নার শব্দ পেয়ে মেয়েটিকে শনাক্ত করেন।
প্রকাশিত সংবাদ সূত্র বলছে, শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করা হয় এবং এরপর কম্বল জড়িয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য দেশটির এজিয়ান সাগরের উপকূলীয় অঞ্চল ইজমির প্রদেশে ৪ দিন আগে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। সূত্র: আনাদলু এজেন্সি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ