করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের কঠোর সমালোচনা করে চারজনকে মন্ত্রিসভা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার দাবি তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সোমবার বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে রাজধানীর তেঁজগায়ে হাতধোঁয়ার বেসিন উদ্বোধন করে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। আলাল বলেন, দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এদেরকে অবিলম্বে গলাধাক্কা দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেয়া হোক।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস