৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়েছেন তিনি।
গুয়াগাঁও মহল্লার বাসিন্দা, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামাদ দুই পুত্র সন্তানের পিতা। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। এখন পীরগঞ্জ এস আই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
কাউন্সিলর আব্দুস সমাদ জানান, পারিবারিক সমস্যার কারণে বাল্যকালে তিনি পড়ালেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাকে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মিলাতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে-এমন অনুভব থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনাও রয়েছে তার বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন