
সিরিজে জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে মাত্র ৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
সিরিজে ফেরার প্রত্যয়ে তিন পরিবর্তন নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিস্টিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার নাথান এলিসের।
এই তিনজনের কারণে বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও।
তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ।
আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ