1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন জবি শিক্ষার্থী সোবহান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ২:৩৩ pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আব্দুল সোবহানকে তুলে নিয়ে থানা হেফাজতে আটকের ২১ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার সময় তিনি মুক্ত হন। এর আগে বুধবার বিকাল ৪টায় লক্ষ্মীপুর জর্জ কোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আব্দুল সোবহান জবির আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোবহানের বড় ভাই আবদুল রাজ্জাক বলেন, থানা থেকে গতকাল রাতে আমাদের বলেছিল, আজ সকালে ছাড়বে। কাগজপত্রের কাজ শেষ করে মুচলেকা দিয়ে আজ ভাইকে মুক্ত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সাপোর্ট দিয়েছে।

জবির আইন বিভাগের চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহ বলেন, আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয়ভাবে সোবহানের গ্রেপ্তার নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আইনিভাবেই তাকে আমরা মুক্ত করতে পেরেছি। শিক্ষার্থীদের যে কোনও বিপদে ও সমস্যায় আইন বিভাগ পাশে আছে, থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থী আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থানার ওসি ও এসপির সঙ্গে যোগাযোগ করি। রাতেই আমাকে জানানো হয়, সকালে ছাড়বে। আমরা নিশ্চিত হয়েছি সে মুক্ত হয়েছে। তার বাবা-ভাই থানা থেকে বাড়িতে নিয়ে গেছে। সোবহানকেসহ ১৩ জন শিক্ষার্থীকে আমরা পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ