লিকলিকে একটি গাছের মগডালে চড়ে আছে একটি চিতাবাঘ, তার ঠিক কয়েক হাত দূরেই অন্য একটি গাছের মগডালে হনুমানের বাচ্চা। অনেকক্ষণ ধরেই শিকার ধরার চেষ্টা করছিল চিতাবাঘটি; কিন্তু এ গাছ ও গাছ লাফিয়ে নিজেকে বাঁচাচ্ছিল বাচ্চা হনুমানটি।
1/n
A rare sight @pannatigerreserve. A leopard can be seen hunting a baby monkey by jumping on the tree. pic.twitter.com/utT4h58uuF— Panna Tiger Reserve (@PannaTigerResrv) June 28, 2022
চিতাবাঘও নাছোড়। শিকার তাকে ‘ঘোল’ খাওয়ালেও সহজে দমেনি। শেষমেশ শিকার ধরতে গাছের মগডালে চড়ে বসল চিতাবাঘ। প্রায় ২০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে পাশের গাছের মগডালে বসে থাকা শিকারের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল।
সুযোগ বুঝে শিকার লক্ষ্য করে পাশের গাছে লম্বা একটা লাফ দিল বাঘটি; তারপর শিকারকে নিয়েই প্রায় ৩০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ল মাটিতে। না, অত উঁচু থেকে মাটিতে পড়েও কোনও আঘাত লাগেনি চিতাবাঘের। শুধু তাই-ই নয়, শিকারকে কিন্তু হাতছাড়াও করেনি সেটি।
মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রে এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে। সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা এই ভিডিটোটি বাঘ সংরক্ষণ কেন্দ্রের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন গত ২৮ জুন। ইতোমধ্যে টুইটারে এ ভিডিওটি দেখেছেন সাড়ে পাঁচ হাজরেরও বেশি মানুষ।
সূত্র: আনন্দ বাজার, ইন্ডিয়া ডটকম
ভিন্নবার্তা ডটকম/এন