
করোনার সংক্রমণের হার তুলনামূলক হ্রাস পাওয়ায় তুলে নেওয়া হচ্ছে ওয়ারীর লকডাউন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা হতে লকডাউনমুক্ত হচ্ছে ওয়ারী।
স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং ১ম ও ২য় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
লকডাউন উঠে গেলেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে এলাকাটিতে। এছাড়া করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা পজিটিভ রোগী বেশি থাকায় ওয়ারী এলাকায় গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হলো লকডাউন।
লকডাউনের আওতায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ডের ওয়ারীর টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড।