ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের ত্রাস ১০ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। সাগান্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর গ্রেফতারকৃত মিঠু সদর উপজেলার বকসিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এসটিসি-৮৭/১২ ঝিনাইদহ জি,আর-৩১৫/১২ ১৯৭৮ সালের ১৯-এ ধারায় অস্ত্র আইন মামলায় ওয়ারেন্ট ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, বুধবার গোপন সংবাদ পেয়ে মিঠুকে বৈডাঙ্গা বাজার থেকে গ্রেফতার করে। সদর থানার সাব-ইন্সপেক্টর রোকন আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। আসামী মিঠুর বিরুদ্ধে অস্ত্র, খুন, গুম, চাঁদাবাজি, ডাকাতী ও নারী-নির্যাতনসহ ১০ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মিঠুকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই