আউল,বাউল জারি সারি অতীত হয়ে গেল!
বিদেশি সব গান বাজনা’কে বাঙালি আজ পেল।
“পদ্মার ঢেউ রে” গায় না কেহ গায় যে “কাঁচা বাদাম”,
মডেল কন্যা ঠোঁট মেলাতে থাকে না আর ম্যাডাম!
কাঁচা বাদাম মাতালো ভাই কিছুদিন এই দেশে,
“তুমি বন্ধু কালা কালা” আসলো নতুন বেশে।
হুজুগ মাতাল বাঙালি লোক একবার কিছু পেলে,
সেইটা নিয়েই দিবারাত্রি রঙের খেলা খেলে।
আবাল বৃদ্ধ কী বণিতা একই সুরে নাচে!
কোনটা ভাল কোনটা মন্দ সে বিষয় না যাচে।
হিরো আলম রবীন্দ্র গীত গাইলো বেতাল সুরে,
সে গান শুনে কার না বলো যায় না মাথা ঘুরে!
ভাইরাল হতে কেন সবার এত ইচ্ছা জাগে?
সেটা করতে মন বাগানকে তৈরি করো আগে।
অন্যের গাওয়া গানটি ছেড়ে নিজেই কিছু করো,
নিজের সৃষ্টির বিকাশ করে গর্বে বুকটা ভরো।
পরের হস্তে অর্থ থাকলে নিজের না হয় কভু,
অন্যের সৃষ্টি নকল করে সাজতে চাও ক্যান প্রভু!
মা’য়ে যেমন আনন্দ পায় থাকলে সন্তান কোলে,
নিজে কিছুর সৃষ্টি করলে মন তেমনি দোলে।
মাতৃত্বের স্বাদ গ্রহন করে মা যেমন হয় খুশি,
সৃষ্টির ভাণ্ডার নিজের হলে তবেই হবে তুষি।