ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় নাস্তানাবুদ ইহুদিবাদী দেশ ইসরাইল।
গত তিনদিনের হামলায় দিশেহারা ইসরাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। খবর সিএনবিসির।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে হামাসের শত শত রকেট ইসরাইলের ভিতরে গিয়ে আঘাত হানে।
এ ঘটনায় বিচলিত ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ জরুরিভিত্তিতে ৯ হাজার রিজার্ভ সেনাকে সীমান্তে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরাইল। ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ মোট ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঈদের দিনও ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলে এক সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ