সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মো. মোতালেব হোসেন নামের এক ব্যক্তি হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেছেন। বরের মৃত দাদার শখ ছিল হাতির পিঠে চড়ে নাতি বিয়ে করতে যাবে। আর দাদার এমন শখ পূরণ করতে গিয়েই হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান তিনি।
উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল কাশেমের ছেলে বর মো. মোতালেব হোসেন পেশায় একজন সরকারি চাকরিজীবী। তিনি ঢাকায় চাকরি করেন। এদিকে কনের বাড়ি উপজেলার খালিয়াপাড়া গ্রামে। তার পিতা ছাইদুর রহমান একজন চাকরিজীবী। চালা থেকে খালিয়াপাড়া গ্রামের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার।
বর পক্ষ থেকে জানানো হয়, মোতালেব হোসেনের দাদা মৃত রহমত আলী জীবিত থাকাকালিন জানিয়েছিলেন নাতি মো. মোতালেব হোসেনকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন। তিনি এখন বেঁচে নেই। বরের পিতা আবুল কাশেম তার মৃত পিতার সেই শখ মোতাবেক ছেলেকে হাতির পিঠে চড়িয়েই বিয়ে করাতে নিয়ে যান।
বর মোতালেব হোসেন বলেন, হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসে দাদার শখ পূরণ হলো। তার নিজের মনেও বেশ আনন্দ জেগেছে বলে জানিয়েছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ