করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।
নির্মল রঞ্জন গুহ বলেন, কয়েক দিন আগে আমার জ্বর হয়েছিল। তিনদিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে রিপোর্ট এসেছে আমার করোনা পজিটিভ।
তিনি বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি, ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৮৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৯৪৫ জন।