সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২৫০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুন রাতে শিল্প সাহিত্য সংসদের হলরুমে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আনোয়়ারুল ইসলামের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় ।আসরে প্রধান অতিথি ছিলেন শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আনোয়ার শামীম ও বিশেষ অতিথি ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা চৌধুরী।
আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন আসরের সহসভাপতি কাজী আনিছুর রহমান,মাশরুমের জনক আজিজুল ইসলাম,আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,মীর সরোওয়ার আলী মুকুল,জিএম কামরুল হাসান শামীম,সাবেক ডিপ্লোমা কৃষিবিদ বাসু দেবদাস শিল্প সাহিত্য সংসদের হামিদুল হক শাহ প্রমুখ।
আসরটি পরিচালনা করেন আসরের সহ সম্পাদক ডেইজী আদানী।এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই